Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা৷

সেবা সমূহ

 উপেজলা হাসপাতাল

·        বহি: বিভাগে সকাল ৮.০০ হতে ২.৩০ পর্যন্ত স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

·        হাসপাতালের জরুরী বিভাগ ২৪ ঘন্টা খোলা থাকে এবং আগত রোগীদের জরুরী চিকিৎসা সেবা প্রদান করা হয়।

·        দিবা রাত্রী ২৪ ঘন্ট ইওসি সেবা প্রদান করা হয়।

·        ভর্তি রোগীদের বিশেষজ্ঞদের তত্ত্ববধানে মেডিসিন চিকিৎসা সহ জেনারেল সার্জারী, অর্থোপেডিক, গাইনী, মেজর ও মাইনর অপারেশন করা হয় (প্রয়োজন ক্ষেত্রে)।

·        হাসপাতালের বহি: বিভাগ, অন্ত:বিভাগে রোগীদের প্রয়োজনীয় প্যাথলজি পরীক্ষা, এক্স-রে ও ইসিজি করা হয়।

·        জাতীয় যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রন কার্যক্রমের আওতায় যক্ষা রোগীদের কফ পরীক্ষার জন্য কফ কালেকশন করা হয় এবং যক্ষা ও কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ

         করা হয়।

·        প্রতিদিন শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমের আওতায় প্রতিষেধক টিকা দেয়া হয়।

·        নারী বান্ধব হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা হয়।

·        আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হয়।

·        এইচআইভি/এইডস এর জন্য প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা করা হয়।

·        ডায়রিয়া রোগীদের জন্য ওআরটি কর্ণার চালু আছে।

·        রেফারকৃত রোগীদের গুরুত্বসহকারে স্বাস্থ্য সেবা দেয়া হয় এবং প্রয়োজনবোধে কোন কোন রোগীকে মেডিকেল কলেজ হাসপাতালে ও বিশেষায়িত হাসপাতালে রেফার

         করা হয়।

·        সরবরাহ সাপেক্ষে ঔষদ সমুহ সেবা কেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন কোন ঔষধ  কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহিতাকে ক্রয়

         করতে পারে।

 

ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্র/ উপ স্বাস্থ্য কেন্দ্র

           সকাল ৮.০০ হতে ২.৩০ পর্যন্ত সেবা গ্রহনের জন্য আগত সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

কমিউনিটি ক্লিনিক ঃ

            সকাল ৮.০০ হতে ২.৩০ পর্যন্ত সেবা গ্রহনের জন্য আগত সকলকে প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

উল্লেখযোগ্য সেবা সমূহ

·        মা ও নবজাতেকর স্বাস্থ্য পরিচর্যা

·        শিশু রোগের সমন্বিত চিকিৎসা সেবা

·        প্রজনন স্বাস্থ সেবা

·        ইপিআই, এআরআই সেবা

·        পুষ্টি শিক্ষা ও সম্পুরক মাইক্রো-নিউট্রিয়েন্ট প্রদান

·        স্বাস্থ্য শিক্ষা

·        সাধারন রোগ ও জখমের চিকৎসা

·        জরুরী ও জটিল রোগী উচ্চতর পর্যায়ে রেফার করা

         মাঠ পর্যায়ের সেবা সমুহ :

         মাঠ কর্মীগণ মাঠ পর্যায়ে ইপিআই, গর্ভবর্তী মহিলাদের প্রজনন সেবা, ডাইরিয়া, এআরআই, জন্ম নিবন্ধনসহ নানা রকম স্বাস্থ্য সেবার কাজ করে থাকেন।